আরবপুরের সবুজ বলয়ে অপরিসীম ভূমিকা নার্সারী শিল্পের। ভেকুটিয়া, সুজলপুর, মালঞ্চী, ধোপাখোলা সহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে নার্সারী শিল্প। দেশী বিদেশী বনজ, ফলজ, ঔষধী সহ ফুলের চারা পাওয়া যায় এ সব নার্সারীতে।এ সব নার্সারীতে উতপাদিত বিভিন্ন চারা এলাকার প্রয়োজন মিটিয়ে অন্যান্য জেলা এমনকি দেশের বাইরেও যাচ্ছে। সুজলপুরে অবস্থিত হাজেরা নার্সারী ২০০৭ সালে জাতীয়ভাবে শ্রেষ্ঠ নার্সারী নির্বাচিত হয়। সে সময়ের প্রধান উপদেষ্টা ফকরুদ্দীন আহমেদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাজেরা নার্সারীর স্বত্তাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দীন বাবু। বনজ, ফলজ চারার পাশাপাশি ফুলের চারা খুবই জনপ্রিয়। এলাকায় গড়ে গড়ে উঠেছে গাদা, গোলাপ, রজনীগন্ধ্যার পাশাপাশি জারবেরা ফুলের নার্সারী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS