Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
আরবপুর ইউনিয়ন পরিষদ
Details

আরবপুর ইউনিয়ন যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিকটতম দূরত্বের একটি ইউনিয়ন। ইউনিয়ন পরিষদটি মুক্তেশ্বরী নদীর তীরবর্তী ভেকুটিয়া গ্রামে অবস্থিত। আগে এই স্থানটি পরিচিত ছিল খেয়াঘাট নামে। বহুকাল আগে থেকে মুক্তেশ্বরী নদীর দু পাড়ের বিভিন্ন গ্রাম নিয়ে আরবপুর ইউনিয়ন্ গঠিত। সে সময় নদীর উপর কোন সেতু নির্মিত হয় নি। যে কারনে দু পাড়ের মানুষ খেয়া নৌকায় করে এখান থেকে পারপার করতেন। পরবর্তীতে সংযোগ সেতু তৈরী হলেও অনেকে এখনো খেয়াঘাট বা খেয়া ঘাটের মোড় বলে অভিহিত করে থাকেন। আরবপুর ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবণ নেই। পুরাতন ভবনেই সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে। চেয়ারম্যান কক্ষ,সচিব কক্ষ এবং একটি হলরুম নিয়ে আরবপুর ইউনিয়ন পরিষদের অবস্থান। অতি সত্ত্বর সম্প্রসারিত আধুনিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে বলে প্রত্যাশা আরবপুরবাসীর।