উচ্চ মাধ্যমিকে SMS পদ্ধতিতে ভর্তির আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন করতে হচ্ছে SMS পদ্ধতিতে। আসুন দেখি কিভাবে আপনি টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করবেন
- প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যাবেন।
- এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
- এবার SMS করুন 16222.
- উদাহরণ দেখুনঃ CAD 108573 S COM 123456 2012 M B FQ
EIIN কোথায় পাবেন ?
EIIN পেতে ক্লিক করুন নিচের লিংকে
http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php