Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
আরবপুরের শিল্প
Details

মালঞ্চী কোল্ড স্টোর

স্বাধীনতার পরবর্তী সময়ে মালঞ্চী বাজারে গড়ে উঠে এ অঞ্চলের অন্যতম হিমাঘারটি। উলাসী হিমাগার নামকরণ হলেও সকলের কাছে তা পরিচিত মালঞ্চী কোল্ড স্টোর হিসাবে। যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চী বাজারে এর অবস্থান। এ কোল্ড স্টোরেরআলু সংরক্ষণ করা হয়। সিজেনে উৎপাদিত আলু হিমাগারে কৃষকরা টোকেন পদ্ধতিতে নির্দিষ্ট সেবা মূল্যে জমা করেন এবং অফ সিজনে দাম বৃদ্ধি পেলে হিমাগার থেকে বের করে তা বাজারে বিক্রি করে থাকেন। আরবপুরের কৃষি শিল্পে এ হিমাগারের অবদান অপরিসীম।

 

ধর্মতলা বল ফ্যাক্টরী

 

পালবাড়ী চাচড়া ঢাকা সড়কের ধর্মতলায় অবস্থিত বল ফ্যাক্টরীটি। যা পরিচিত শামীম মেটাল ইন্ডাস্ট্রিজ হিসাবে। বাই সাইকেলের বল  বিয়ারিং রিং স্পোক ইত্যাদি সামগ্রী তৈরী হয় এ কারখানায়।

 

সুজলপুর রড ফ্যাক্টরী

সুজলপুরে অবস্থিত খুলনা বিভাগের এক মাত্র রড ফ্যাক্টরী। এর স্বত্তাধিকারী আকবার আলী। তাই সকলের কাছে এটি পরিচিত আকবার সাহেবের রড ফ্যাক্টরী নামে। ফ্যাক্টরীতে রডের পাশাপাশি বিভিন্ন ঢালাই সামগ্রী,প্লাস্টিকের পাইপ, কাগজ তৈরীর কারখানা আছে।