আরবপুর ইউনিয়নে বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে।
পাকদিয়া মতস্যজীবী সমিতি
আরবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাকদিয়ায় রয়েছে পাকদিয়া মতস্যজীবী সমিতি। ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদীর ১শ ০৩ একর ৬৬ শতাংশ জলাকর এরা মতস্য চাষ করে থাকে। জেলে পল্লীর প্রায় দেড় শতাধিক পরিবার এ পেশার সাথে সম্পৃক্ত।
ধোপাখোলা তন্তুবায় সমিতি
আরবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ধোপাখোলায় তন্তবায় সমিতির অবস্থান। স্থানীয়রা তাতের মাধ্যমে শাড়ী, লুঙ্গী, গামছা, তোয়ালে সহ বিভিন্ন তন্তুজাত পণ্য তৈরী করে। এ সব পন্য যশোরের মোমিন নগর সমবায় সমিতির মাধ্যমে বিক্রি করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS