Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শশ্মান

আরবপুর ইউনিয়নে শশ্মান আছে ০৪ টি।

 

বালিয়া ভেকুটিয়া শশ্মান

আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বালিয়া ভেকুটিয়া শশ্মান অবস্থিত। বালিয়া ভেকুটিয়া বাজার থেকে বাঁশবাড়ীয়া গ্রামের দিকে গেলে দুটি গ্রামের মাঝামাঝি অবস্থানে বাম হাতে চোখে পড়বে শশ্মানটি। মুক্তেশ্বরী নদীর পাড়েই এর অবস্থান। শশ্মানের কারনে বালিয়া ভেকুটিয়া গ্রামের ঐ পাড়াটি পরিচিত বালিয়া ভেকুটিয়া শশ্মান পাড়া নামে। নদীর নাব্যতা ও হিন্দু বসতি কমে যাওয়ায় শশ্মানটির কার্যক্রম কমে গেছে। শশ্মানটির অস্তিত্ব টিকিয়ে রাখতে আশু সংষ্কার প্রয়োজন।

সুজলপুর শশ্মান

সুজলপুর গ্রামের সেন্টার পাড়া নামে পরিচিত ঋষি সম্প্রদায়ের শশ্মানটির অবস্থান মুক্তেশ্বরী নদীর পাড়ে রঘুরামপুর গ্রামে। এই স্থানটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি স্থানীয় ভাবে মিমাংসার মাধ্যমে শশ্মানটিতে সম্প্রদায়টির অধিকার প্রতিষ্ঠা লাভ করেছে। তবে এখনো রয়েছে শশ্মানটির সাথে মূল সড়কের সংযোগ রাস্তার সংকট।

 বিপতেঙ্গালী শশ্মান

আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিপতেঙ্গালী গ্রামে বিপতেঙ্গালী শশ্মানের অবস্থান। খেয়াঘাট নামে পরিচিত মোড়ের মুক্তেশ্বরী নদীর ব্রীজের উপর থেকে পূর্ব দিকে তাকালে চোখে পড়ে শশ্মানটি। বিপতেঙ্গালী, ভেকুটিয়া সহ পাশ্ববর্তী গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা এই শশ্মানটি শেষকৃত্যানুষ্ঠানে ব্যবহার করে । এখানেও রয়েছে সংযোগ সড়কের সমস্যা। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রাচীন এই শশ্মানটির ব্যাপ্তী ও সংষ্কার প্রয়োজন।

মন্ডলগাতী  শশ্মান

আরবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মন্ডলগাতী গ্রামে শশ্মানটির অবস্থান। এখানকার পালপাড়ার হিন্দু অধ্যুষিত  অধিবাসীগণ শশ্মানটির ব্যবহারকারী।