আরবপুর ইউনিয়ন জেলা শহরের একটি নিকটবর্তী ইউনিয়ন। জেলা প্রশাসকের কার্যালয় হতে ইউনিয়ন পরিষদের দূরত্ব মাত্র ৫.৫ কি:মি:। ইউনিয়ন পরিষদ ভবণ ইউনিয়নের একেবারে মধ্যস্থানে অবস্থিত। ভেকুটিয়া গ্রামে এর অবস্থান। ইউনিয়ন পরিষদের পাশেই ৫৫ নং ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুক্তেশ্বরী মাধ্যসিক বিদ্যালয় অবস্থিত। মুক্তেশ্বরী নদীর তীরে অবস্থিত ইউনিয়ন পরিষদ বাজার এক সময় খেয়াঘাট বাজার হিসেবে পরিচিত ছিল। অনেকে আরবপুর ইউনিয়নে আসতে গিয়ে ভুলবশত আরবপুর মোড়ে চলে যান। তাই নবাগত কেউ এই ইউনিয়নে আসতে চাইলে আরবপুর মোড় না বলে আরবপুর ইউনিয়ন পরিষদ মোড় বললে আসা সহজ হবে।
জেলা প্রশাসকের কার্যালয় কিম্বা শহরের প্রাণকেন্দ্রে দড়াটানা থেকে আরবপুর আসতে হলে ইজি বাইক, রিকশা অথবা ভ্যানে করে আসা যায়। দড়াটানা থেকে সোজা আরবপুর আসা যায আবার ভেঙ্গে ভেঙ্গে আসলে কারবালা হয়ে ধর্মতলা মোড় আসতে হবে। জনপ্রতি ভাড়া দড়াটানা থেকে ধর্মতলা ইজিবাইকে ১০ টাকা, রিকশা ১৫ টাকা এবংভ্যানে ৫ টাকা। ধর্মতলা থেকে ইজিবাইকে জনপ্রতি ভাড়া ১০ টাকা, রিকশায় ২০টাকা এবঙ ভ্যানে ১০ টাকা। ধর্মতলা থেকে বিভিন্ন দিকে ইজিবাইক বা ভ্যান রিকশা যায়। যে বাইক, রিকশা বা ভ্যান কেউ আসতে চাইবেন আরবপুর ইউনিয়ন পরিষদ মোড় যদি তার চালক না চেনে তবে বলতে হবে পতেঙ্গালী আমতলা মোড় অথবা খেয়াঘাটের মোড়ে যাব।
ধর্মতলা থেকে ছুটিপুর ব্যাংদহ সড়কের বাসে করেও আরবপুর আসা যায়। সেক্ষেত্রে ভাড়া জনপ্রতি ৫ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS